বাজারে এইচপি প্যাভিলিয়ন সিরিজের নতুন মাল্টিমিডিয়া পিসি জি২০৭৬আই

কম্পিউটার সোর্স নিয়ে এসেছে জনপ্রিয় এইপি প্যাভিলিয়ন সিরিজের নতুন মাল্টিমিডিয়া পিসি জি২০৭৬আই । এতে আছে ৩ গিগাহার্জের ইন্টেল ডুয়াল কোর প্রসেসর, ৪ মেগাবাইট লেভেল টু ক্যাশ মেমোরী। প্রসেসরের ডুয়েল কোর ফিচার দিয়ে ভিডিও এডিটিং , হাই গ্রাফিক্স গেম কিংবা একাধিক এপ্লিকেশন একসাথে চালাতে পারবেন। এই পিসিতে আছে ইন্টেল ৯৪৫জিসি এক্সপ্রেস চিপসেট মাদারবোর্ড, ৫১২ মেগাবাইট ডিডিআরটু র‌্যাম। প্রয়োজনে ২ জিবি পর্যন্ত র‌্যাম মেমোরী বর্ধিত করার সুযোগ আছে। আছে ৮০ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল হাই ডেফিনেশন অডিও (৫:১ সারাউন্ড সাউন্ড), ইন্টেল ৯৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড, ল্যানকার্ড ও ৫৬কে ফ্যাক্স মডেম। প্যাভিলিয়ন সিরিজের এই পিসিতে পাবেন সুপার মাল্টি ডিভিডি রাইটার, যা দিয়ে সিডি, ডিভিডি রিড এবং রাইট করা যাবে। আছে ১ এর ভেতর ৯ মেমোরী কার্ড রীডার। এটি দিয়ে একই সাথে ৯টি ভিন্ন সাইজের মেমোরী কার্ড রীড করা যাবে। এইচপির এই ডেস্কটপ পিসির সাথে আছে আকর্ষনীয় ইউএসবি মিনি স্পিকার। ১৭ ইঞ্চি সিআরটি মনিটর দিয়ে এই প্যাভিলিয়ন পিসি পাওয়া যাচ্ছে মাত্র ৩৮,৫০০ টাকায়। আর ১৭ ইঞ্চি এইচপি এলসিডি মনিটর দিয়ে এর মূল্য ৪৫,৫০০ টাকা। রয়েছে ৩ বছরের ওয়ারেন্টি। ফোন ঃ ৯১৪০১৫২, ০১৭২৯২০০৪০০।

- সূত্র: ইত্তেফাক - ২০-০৯-০৭

No comments: