মাইক্রোসফট অফিস ৯৭/২০০০, ভলিউম ৩

আধুনিক জীবনে কম্পিউটারের প্রয়োজনীয়তার কথা কে-না জানে? যেকোনো প্রয়োজনে কম্পিউটার জানা অবশ্যই দরকার। তা সে ব্যক্তিগত প্রয়োজনেই হোক অথবা অফিস-আদালতে। তাই বেসিক কম্পিউটার জ্ঞানের চাহিদা মেটাতে সিসটেক পাবলিকেশন থেকে বেরিয়েছে মাইক্রোসফট অফিস ৯৭/২০০০ এর উপর পাঁচটি ভলিউমের একটি সিরিজ। যার লেখক মাহবুবুর রহমান। এক্সপিসহ ভলিউম৩ এ রয়েছে পাওয়ার পয়েন্ট ৯৭, পাওয়ার পয়েন্ট ২০০০, পাওয়ার পয়েন্ট এক্সপি, আউটলুক ৯৭/২০০০ এবং এমএস বাইন্ডার ৯৭। বইটিতে রয়েছে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করা, ফাইল মেন্যু নিয়ে বিভিন্ন অপশন, এডিট মেন্যুতে কাজ করা, ভিউ ফাইলের বিভিন্ন অপশন, ইনসার্ট মেন্যু দিয়েই বিভিন্ন ফাইল যুক্ত করা, ফরমেট মেন্যু দিয়ে বিভিন্ন কাজ করা, টুলস মেন্যু দিয়ে বানান শুদ্ধ করা, ডিকশনারীতে শব্দ সংযোজন করা ইত্যাদি। এছাড়া রয়েছে াইডে ড্রইং করা, অটোশেপ, ওয়ার্ড আর্ট, টেবিল, চার্ট সন্নিবেশিত করার অপশন, বিভিন্ন ডিজাইনের াইড, ইনসার্ট রিবন, াইড শো রিবন ইত্যাদি। ৫টি ভলিউমের এই সিরিজের দাম ৬৮০ টাকা। যা সর্বত্র পাওয়া যাচ্ছে।

সূত্র: ইত্তেফাক – আইটি কর্নার – ১৬.০৯.০৭

No comments: