কম্পিউটার বাজারে পণ্যের দাম বাড়েনি

রমজান মাসে বাকি সব বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও কম্পিউটার বাজারে যন্ত্রাংশের দাম বাড়েনি।ভাগ্য ভালো যে কম্পিউটার বিক্রেতারা হুজুগে দাম বাড়ায়নি। ক্রেতারাও তাই স্বাচ্ছন্দে কম্পিউটার বাজার থেকে কম্পিউটায় ও যন্ত্রংশে কিনে নিয়ে যাচ্ছে। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো

প্রসেসর: ইন্টেল সেলেরন ৩.০৬ডি গি.হা. ৩,৮০০ টাকা; ২.৬৬ডি গি.হা. ৩,৩০০; ২.৮ডি গি.হা ৩,৮০০ টাকা। ইন্টেল পেন্টিয়াম কোর টু কোয়াড কিউ ৬৬০০- ২.৪ গি.হা. ২৬৫০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো ২.৪ গি.হা. ২১,০০০ টাকা কোর টু ডুয়ো ই ৪৩০০-১.৮ গি.হা ৯,৬০০ টাকা, পেন্টিয়াম ডুয়েল ১.৮ গি.হা। ৭৯০০ টাকা পেন্টিয়াম ডুয়েল কোর ১.৬ গি.হা. গি.হা. ৬৫০০ টাকা। (প্রসেসর+মাদারবোর্ড) কোর টু ডুয়ো ই ৪৩০০-১.৮ গি.হা. + ইন্টেল ৯৪৫ জিসিআরএল ১৫,৫০০ টাকা। কোর টু ডুয়ো ই ৬৩০০-১.৮৬ গি.হা + ইন্টেল ডি ৯৬৫ চিপসেট ২৩,৫০০ টাকা, কোর টু ডুয়ো ই ৬৩০০-১.৮৬ গি.হা + ইন্টেল ৯৪৫ চিপসেট ১৯,০০০ টাকা, কোর টু ডুয়ো ৬৪০০-২.১৩ গি.হা. + ৯৬৫ ইন্টেল চিপসেট ২৩,৫০০ টাকা। পেন্টিয়াম ডি ৩ গি.হা ডুয়েল কোর ৯২৫ + গিগাবাইট ৯৪৫জি মাদারবোর্ড ১২,৮০০ এবং পেন্টিয়াম ডি ৩ গি.হা ডুয়েল কোর ৯২৫ + আসুস ৯৪৫ জিএম টু মাদারবোর্ড ১৩,০০০ টাকা ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ই ২১৪০ ১.৬ গি.হা. ৯৪৫ চিপসেট ১২,৫০০। মাদারবোর্ড: ইন্টেল ডি ৯৬৫ আরওয়াইসিকে ৯,৩০০ টাকা। ইন্টেল ডি১০২জি ৬,৫০০; ৯৪৫জিসিএল ৭,০০০ টাকা। র‌্যাম: ২৫৬ মে.বা. (৪০০ বাস) ১,৫০০; ২৫৬ মে.বা. (ডিডিআরটু ৫৩৩ বাস) ১,৪০০; ৫১২ মে.বা. (ডিডিআর) ২,৮০০; ৫১২ মে.বা. (৫৩৩ বাস) ১,৮৫০ টাকা এবং ১ গি.হা. ডিডিআর (৪০০ বাস) ৪,৪০০ টাকা, ১ গি.হা (৫৩৩ বাস) ৩,৮০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ৪০ গি.বা. ৩,৩০০; ৮০ গি.বা. (৭২০০ আরপিএম) ৩,৬৫০; ২০০ গি.বা. (সাটা) ৫,৫০০ টাকা, সাটা ২৬০ গি.বা. ৫,০০০ ২৫০ গি.বা ৬,০০০ টাকা। হিটাচি ৪০ গি.বা ৩,২০০; ৮০ গি.বা ৩,৬৫০; ১৬০ গি.বা ৫,০০০ টাকা। ২০০ গি.বা ৫,৪০০ টাকা। ফ্লপিডিস্ক ড্রাইভ: ৩.৫ ইঞ্চি ১.৪৪ মে.বা. ৪০০ টাকা। পেনড্রাইভ: ৫১২ মে.বা. ৯০০ টাকা, ১ গি.বা. ১,৩০০ টাকা, ২ গি.বা. ১,৯০০ টাকা। মনিটর: স্যামসাং ১র্৫র্ ,৮০০ ও ১র্৭র্ ,৯০০ টাকা। ফিলিপস ১র্৫র্ ,৮০০; ১র্৭র্ ,৯০০ টাকা। এলজি ১র্৭র্ ফ্ল্যাট ৮,০০০ টাকা। ফিলিপস ১র্৯র্ এলসিডি ১৯,৫০০ টাকা, ১র্৭র্ এলসিডি ১৫,২০০; ১র্৫র্ এলসিডি ১৩,৪০০; স্যামসাং ১র্৫র্ এলসিডি ১৩,৫০০; ১র্৭র্ এলসিডি ১৫,৫০০; এলজি ১র্৭র্ এলসিডি ১৫,৫০০। গ্রাফিক্স কার্ড: পিসিআই এক্সপ্রেস ৫১২ মে.বা. ১র্৫র্ ১৩,৪০০, ,৬০০ প্রো ১৬,০০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ২৫৬ মে.বা. ৫,৫০০ টাকা। ফ্যাক্স/মডেম: প্রোলিংক ৫৬ কেবিপিএস এক্সটারনাল ২,০০০; ইন্টারনাল ৫৫০। সিডি-রম ড্রাইভ: আসুস ৫২এক্স ১,০০০; ফিলিপস ৫২এক্স ১,০০০ এবং লাইট-অন ৫২এক্স ১,০০০ টাকা। সিডি রাইটার: ফিলিপস ৫২x২৪x৫২এক্স ১,৯০০; লাইট-অন ৫২x২৪x৫২এক্স ১,৯০০ এবং আসুস ৫২x৩২x৫২এক্স ১,৯০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৬এক্স ১,৭৫০; ফিলিপস ১৬এক্স ১,৭০০; লাইট-অন ১৬এক্স ১,৭৫০ এবং মারকারি ১৬এক্স ১,৬৫০ টাকা। কেসিং: ১,৫০০ থেকে ২,২০০ টাকা স্যাম্পসং ১,৬৫০ টাকা। মাউস: ১০০ থেকে ৯০০ টাকা। কি-বোর্ড: মিৎসুমি সাধারণ ৩৫০ টাকা। ঈগলটাচ্ মাল্টিমিডিয়া ৬০০ টাকা। ইফোরকেক সাধারণ ২৫০; মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫:১) ৪,৮০০; (৭:১) ৯,৫০০; ৩৫০; ৪:১, ৩৬০০, ২:১, ২৬০০ মাইক্রোল্যাব (২:১) ১,২০০ থেকে ১৮০০ (৫:১) ৪,৭০০; ক্রিয়েটিভ এসবিএস (৩৭০) ১,৮০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া এক্সটারনাল ৪,৫০০ ও ইন্টারনাল, ,৯০০; রিয়ালভিউ এক্সটারনাল ৪,০০০ ও গেড মি ২,৫০০ টাকা। প্রিন্টার: ক্যানন বিজেসি আইপি১৩০০ ২,৯০০; এইচপি১৩৬০ ডেস্কজেট ৩,২০০, লেক্সমার্ক জেট৬৪৫ ৩,৬০০ টাকা। এপসন সি৫৯ ৩,৪০০ টাকা। ক্যানন ১২১০ লেজার ১২,০০০; এইচপি ১০২০ লেজারজেট ১০,৫০০; ২০১৫ লেজারজেট ২৫,০০০; লেক্সমার্ক ই১২০ লেজারজেট ৯,৫০০। ল্যাপটপ কম্পিউটার: সেলেরন প্রসেসরসহ ৪৯ থেকে ৫২ হাজার টাকা এবং ডুয়াল কোর প্রসেসরসহ ৭৫ থেকে ৮৫ হাজার টাকা।সংগ্রহ: মহিম আজিম

এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। কেউ যদি পুরো কম্পিউটার সিস্টেম কেনেন, তবে এর সঙ্গে যন্ত্রাংশ সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।

- সূত্র: প্রথমআলো – কম্পিউটার প্রতিদিন – ১৬.০৯.০৭

No comments: