দেশি সাইট

ক্যাবলটিভি ডট কম ডট বিডি দেশীয় ক্যাবল টেলিভিশন তথ্যনির্ভর সাইট। বাংলাদেশে তৃতীয়বারের মতো অনলাইন জরিপে শীর্ষ স্থান দখল করেছে স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল আই। অন্যদিকে নিরপেক্ষ সংবাদ প্রচারে এটিএন বাংলা ও একুশে টেলিভিশন যৌথভাবে শীর্ষ স্থান পেয়েছে।

গত ১২ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম অনলাইন টিভি দর্শক জরিপের ফলাফল ও মাঠ পর্যায়ের টিভি দর্শক জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। আকতার হোসেন রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোল্লা জালাল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আহমেদ সিরাজ। বক্তব্য রাখেন টিভি দর্শক জরিপের আহ্বায়ক এরফানুল হক নাহিদ, রাজশাহী মহানগর কমিটির সভাপতি শাহাদৎ হোসেন মুল্লা। টিভি দর্শকদের সর্বাধিক পছন্দের অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে টকশো, রাজনৈতিক ও অর্থনৈতিক অনুষ্ঠান। এছাড়া বিদেশি সংবাদভিত্তিক চ্যানেল বিবিসি ও আল জাজিরা শ্রেষ্ঠ বিদেশি সংবাদ মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। অনলাইন জরিপে কারিগরি সহায়তা করেছে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান টেকনোল্যান্ড। জরিপটি গত ১৩ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ৬টি বিভাগীয় শহরসহ কয়েকটি জেলা পর্যায়ে পরিচালিত হবে।

-সূত্র: সমকাল – প্রযুক্তি প্রতিদিন – ১৬.০৯.০৭

No comments: