ইন্টারনেট ব্রাউজার এড্রেসবারে নিজের তৈরি আইকনসহ ইউ আর এল

--এমএম রনি

ইন্টারনেট ব্রাউজার অ্যাড্রেসবারে নিজের তৈরি আইকনসহ ইউআরএল দীর্র্ঘদিন ধরে আমাদের মত সাধারণদের জন্য ছিল রীতিমত একটি কঠিন বিষয় । অথচ আজ এটা কারও অজানা নয়। আর এই কঠিন কাজকে সহজ করে দিয়েছে এই লিংকটি: http://www.html-kit.com/favicon/

কিভাবে এটা কাজ করে?

আপনি অনলাইনে থেকেই কাজটি করতে পারেন। ধরুন,আপনি আপনার ইউআরএল-এ আপনার ছবি সংযুক্ত করতে চান। প্রথমে ওদের সোর্স ইমেজ সেকশনের ব্রাউজ বাটন ক্লিক করে সিলেক্ট করুন ছবিটি (ছবির সাইজ ঠিক করার দায়িত্ব ওদের)।তারপর জেনারেট ফেভ আইকন ডট আইকো লেখা বাটনটি ক্লিক করলে দেখবেন আপনার ছবিসহ একটি নমুনা ইউ আর এল।এবার ডাউনলোড ফেভ আইকন লেখা বাটনটি ক্লিক করুন। ডাউনলোডকৃত এই ছোট জিপ ফাইলটির উপর রাইট ক্লিক করে আনজিপ/এক্সট্রাকট অল করলে ফেভআইকন ডট আইকো নামে একটি ফাইল তৈরী হবে।এই ফাইলটি আপনি আপনার সাইটে আপলোড করুন।এবার ইনডেক্স ফাইল এডিটর ওপেন করে head এ নিচের কোডটি পেষ্ট করে save করে নিন।

link rel="shortcut icon" xhref="http://www.mmrony.jeeran.com/favicon.ico"

তবে এই url (http://www.mmrony.jeeran.com) টির পরিবর্তে আপনার url লিখুন । এবার ব্রাউজ করে করে দেখুন url-এ আপনার ছবি দেখা যাচ্ছে।

যদি সাহায্যের প্রয়োজন হয় নিচের লংকটি ব্যবহার করুন:

http://www.esogori.forum5.com/

সূত্র: বিজ্ঞানী ডট কম www.biggani.com

No comments: