মাই কম্পিউটার হারিয়ে গেলে...

অনুপম হালদার

অনেক সময় উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের ডেস্কটপ থেকে My Computer ভুলবশত মুছে গেলে অনেকে সমস্যায় পড়েন। কেউ আবার মাই কম্পিউটারের শর্টকাট ডেস্কটপে নিয়ে আসেন। কিন্তু আগের মতো শর্টকাটবিহীন আসল মাই কম্পিউটার ফিরে আসে না। আগের মতো শর্টকাটবিহীন মাই কম্পিউটার ফিরিয়ে আনতে হলে প্রথমে ডেস্কটপের ফাঁকা স্থানে কার্সার রেখে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিস সিলেক্ট করতে হবে। তারপর ডিসপ্লে প্রপার্টিস থেকে ডেস্কটপে ক্লিক করতে হবে। এরপর কাস্টোমাইজ ডেস্কটপ সিলেক্ট করতে হবে।

এবার ডেস্কটপ আইটেমস ডায়ালগ বক্স থেকে জেনারেল ট্যাব থেকে ডেস্কটপ আইকনস অপশন থেকে মাই কম্পিউটার অপশনের পাশে ক্লিক করে টিকচিহ্ন দিতে হবে। এবার ওকে, তারপর আবার ওকে করে বের হয়ে আসতে হবে।

এখন দেখুন, ডেস্কটপে শর্টকাটবিহীন মাই কম্পিউটার ফিরে এসেছে। একইভাবে মাই ডকুমেন্টসও ফিরিয়ে আনা যায়।

সূত্র: প্রথমআলো-কম্পিউটর প্রতিদিন – ১২.০৯.২০০৭


No comments: