প্রযুক্তির শব্দবিট টরেন্ট

--
বিট টরেন্ট হলো এক ধরনের পিয়ার-টু-পিয়ার ফাইল অংশীদারি প্রটোকল। বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে ব্যান্ডউইডথ না কমিয়ে ডেটা স্থানান্তরের জন্য এ প্রটোকল ব্যবহার করা হয়। যখন কোনো ফাইল ডাউনলোড করা হয়, তখন বিট টরেন্ট ব্যবস্থায় কোনো একটি কম্পিউটারের পরিবর্তে একাধিক কম্পিউটার থেকে এটিকে ডাউনলোড করে। বিট টরেন্ট প্রটোকল ব্যবহার করার জন্য বিট টরেন্ট ক্লায়েন্ট নামের একটি সফটওয়্যার প্রয়োজন পড়ে, যার মাধ্যমে এই বিট টরেন্ট নামের নেটওয়ার্কে প্রবেশ করা যায়। এ ছাড়া এই ক্লায়েন্টের মাধ্যমে কোনো ফাইল খোঁজা যায়, যা এই প্রটোকলের মাধ্যমে ডাউনলোড করা যাবে। এর একটি বিশেষ সুবিধা হলো এই বিট টরেন্টের মাধ্যমে কোনো একটি ফাইল কিছু অংশ ডাউনলোড করার পর বন্ধ রেখে আবার চালু করা যায়।
সুত্র: প্রথম আলো (জুন ৮, ২০০৮)