ছবি সম্পাদনার মুক্ত সফটওয়্যার পেইন্ট ডটনেট

সফটওয়্যারছবি সম্পাদনার মুক্ত সফটওয়্যার পেইন্ট ডটনেট ডিজিটাল ক্যামেরার ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কম্পিউটারে ছবি সম্পাদনার কাজও বেড়ে গেছে। অনেকেরই ধারণা, ছবি সম্পাদনা করা কঠিন এবং সময়সাপেক্ষ। কিন্তু পেইন্ট ডটনেটের সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ছবি সম্পাদনা করা যাবে। সম্পাদনা ছাড়াও অনেক কিছু করা যায়। এটি একটি মুক্ত সফটওয়্যার। তাই মুক্ত সফটওয়্যারের সব গুণ এতে আছে। মাইক্রোসফট করপোরেশনের পেইন্ট সফটওয়্যারের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এটি।পেইন্ট ডটনেট ব্যবহার করা খুব সহজ। ব্যবহারকারীর সামনে যে চেহারায় (ইউজার ইন্টারফেস) এটি আসে, তা বেশ সহজ। এতে একসঙ্গে একাধিক ছবি সম্পাদনার জন্য আলাদা ট্যাব আছে। ট্যাবে লেখা বর্ণনার জায়গায় ছবির নমুনা (থাম্বনেইল) দেখা যায়। ফলে একাধিক ছবি নিয়ে কাজ করা যায় দ্রুত। সাধারণত পেশাদার মানের সফটওয়্যারে লেয়ার (স্তর) থাকে। কিন্তু এ সফটওয়্যারে বিভিন্ন ছবির লেয়ার তৈরি করা যায়। একটি ছবির লেয়ারগুলো যখন একসঙ্গে দেখা হবে, তখন তা স্বচ্ছ ছবির মতো দেখাবে। পেইন্ট ডটনেটের ইন্টারনেট ফোরাম আছে, যেখানে বিভিন্ন প্রশিক্ষণ টিপস এবং বাড়তি প্রোগ্রাম (প্লাগইনস) পাওয়া যায়। পেইন্ট ডটনেটের হালনাগাদ খুব সহজেই যোগ করা যায়। এতে অনেক নতুন সুবিধা যোগ করা হয় এবং পুরোনো সমস্যাগুলোর সমাধান থাকে। ছবিকে উন্নত এবং পরিপূর্ণ করে তোলার জন্য এতে অনেকগুলো বিশেষ আবহ দেওয়া আছে। যেমন লাল চোখ (রেড আই), অপসারণ, ডিসরশন, নয়েজ, এমবোস ইত্যাদি। ত্রিমাত্রিক জুমের মাধ্যমে ছবি বিভিন্ন কোণ থেকে দেখা যায়। ছবির রং ঠিক করার জন্য আছে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, ম্যাচুরেশন, কার্ভ লেভেল। এ ছাড়া এটি দিয়ে রঙিন ছবি সাদাকালো এবং সেপিয়া রঙে পরিবর্তন করা যায়। এসব কাজ করার জন্য এতে অনেক শক্তিশালী টুল যোগ করা হয়েছে। ছবি পরিবর্তনের ইতিহাস ইচ্ছামতো রাখা যায়। ফলে অনেক আগের পরিবর্তন করা ছবি আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। −ফেরদৌস আহমেদ তানিন
সূত্র: প্রথম আলো-কম্পিউটার প্রতিদিন-০৮-১০-০৭