গ্রাফিক্স টিপস

বর্তমান বিশ্বে প্রফেশনাল বিভিন্ন কাজে গ্রাফিক্সের ভূমিকা অপরিসীম। কোন কাজই গ্রাফিক্স ছাড়া আজকাল সম্পূর্ণ বলে ধরে নেয়া হয় না। সিসটেক পাবলিককেশন্স থেকে তাই গ্রাফিক্স টিপস নামে একটি বই বের হয়েছে যার লেখক বশীর মাহমুদ ইলিয়াস। যারা নিজে নিজে গ্রাফিক্সের বিভিন্ন সফটওয়্যার দক্ষতার সাথে শিখতে চান তাদের জন্য বইটি কাজে লাগবে। এতে গ্রাফিক্সর বহুল ব্যবহৃত সফটওয়্যার এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদির খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয়েছে। ডিজাইনের বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন মেন্যু এবং টুল ব্যবহার করে সাধারণ অনেক কাজ করা যায়। কিন্তু অভ্যন্তরীণ অনেক কমান্ড রয়েছে যে গুলো ব্যবহার করে অনেক জটিল কাজ অনায়াসে করা যায়। এ সব কমান্ডসমূহের ব্যবহার সচরাচর কোন বইয়ে উল্লেখ থাকে না যা এখানে দেখানো হয়েছে। সফটওয়্যারের অনেক কমান্ড জানা সত্ত্বেও দেখা যায় ছোট একটি বিষয়ের প্রয়োগ জানা না থাকার কারণে কাজটি অসম্পূর্ণ থেকে যায়। যা এখানে বলা হয়েছে। বিখ্যাত সব গ্রাফিক্সের সফটওয়্যারের সহায়ক অনেক ছোট ছোট সফটওয়্যার রয়েছে যেগুলো সহজেই ব্যবহারের মাধ্যমে অনেক বড় বড় কাজ করা যায় অথচ মূল গ্রাফিক্সের সফটওয়্যারের মাধ্যমে এ ধরনের কাজ অনেক সময় সাপেক্ষ ও জটিল। এই বইয়ে এ ধরনের সহায়ক সফটওয়্যারের ব্যবহার দেখানো হয়েছে। রয়েছে গ্রাফিক্স সংক্রান্ত অনেক টিপস। ১৮০ টাকা মূল্যের এই বইটি সর্বত্র পাওয়া যাচ্ছে।

-সূত্র: ইত্তেফাক – আইটি কর্নার – ২০-০৯-০৭

No comments: