ইন্টারনেটে চট্টগ্রামের চুনাটি গ্রাম

কাজী ফাহিম আহমেদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনাটি গ্রামের ওয়েবসাইট সম্প্রতি ইন্টারনেটে চালু হয়েছে। সাইটটিতে রয়েছে গ্রামটির ইতিহাস, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, এই গ্রামে বাড়ি এমন ব্যক্তিত্বদের তথ্য, বিখ্যাত কিছু পরিবারের কথা, ছবির অ্যালবাম প্রভৃতি। শুধু চুনাটি গ্রামের বিভিন্ন বিষয়ই নয়, সাইটটিতে রয়েছে চাকরির খবরও।

অবশ্য শুধু চট্টগ্রামের চাকরির খবর রয়েছে এতে। ছবির অ্যালবাম অংশটি বেশ আকর্ষণীয়, যেখানে রয়েছে গ্রামটির বেশ কিছু দর্শনীয় স্থান যেমনপুকুর, মসজিদ, মাঠ, বিদ্যালয় প্রভৃতির বেশ কিছু ছবি। রয়েছে এখানকার বেশ কিছু আঞ্চলিক গানের কথা। এই গ্রামে নিয়মিত অনুষ্ঠিত হয় এমন বেশ কিছু অনুষ্ঠানের খবরাখবর রয়েছে সাইটটিতে। রয়েছে চুনাটি গ্রামের স্বেচ্ছায় নিয়মিত রক্তদাতাদের ঠিকানা ও ফোন নম্বর।

গ্রামের নোটিশ বোর্ড অংশে রয়েছে গ্রামবাসীর প্রয়োজনীয় বিভিন্ন বিজ্ঞপ্তি। বাংলা ও ইংরেজিতে করা ওয়েবসাইটটি ভালোই বলা যায়। বিশেষ করে ছবির অ্যালবাম অংশটি বেশ আকর্ষণীয়। তবে সাইটটির সব অংশে গতকাল পর্যন্ত কোনো তথ্য ছিল না।

এর ওয়েব ঠিকানা: www.chunati.com

No comments: