মোবাইলের ফাইল দ্রুত ট্রান্সফার প্রযুক্তি

-হাসান জাকির

সেল ফোনের মাধ্যমে বড় আকারের ফাইল শেয়ার করতে গেলে বেশ ঝক্কি পোহাতে হয়। অধিক সময় ব্যয় এবং বিভিন্ন কোম্পানির ফোন সেটে ফাইল শেয়ারিংয়ে প্রায়ই সাপোর্ট করে না। গ্রাহকদের এ ঝামেলা থেকে মুক্তি দিতে বিশ্বের তিন শীর্ষ সেল ফোন নির্মাতা কোম্পানি নকিয়া, সনি এরিকসন এবং স্যামসাং একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী ডেটা সহজে ট্রান্সফার করার জন্য ইউনিভার্সেল ফ্লাশ মেমোরি কার্ড নামের একটি ডিভাইস যৌথভাবে তৈরি করবে তারা। এই মেমোরি কার্ড এমন স্ট্যান্ডার্ডে তৈরি হবে যা তিনটি অপারেটরের ফোন সেটকেই সমর্থন করে। এই কার্ডের বড় সুবিধা হচ্ছে ৪ গিগাবাইট পরিমাণ ফাইল মাত্র তিন মিনিটের মধ্যে অনায়াসে ট্রান্সফার করতে সক্ষম হবে। কোম্পানিগুলো এই মেমোরি কার্ড নির্মাণের জন্য মাইক্রন টেকনোলজি, স্প্যানসান, এসটি মাইক্রো ইলেকট্রনিক্স এবং টেক্সাস ইন্সট্র-মেন্টের সঙ্গে যুক্ত হয়েছে। ইউনিভার্সেল ফ্লাশ স্টোরেজ মেমোরি কার্ড ফোন সেট ছাড়াও এই তিন কোম্পানির অন্যান্য ইলেকট্রনিক পণ্যে ব্যবহার করা যাবে। এ ডিভাইস সম্পর্কে নকিয়ার টেকনোলজি প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট সেপো ল্যামবার্গ জানান, এটা গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা পূরণে সক্ষম হবে এবং ডেটা ট্রান্সভাবে যুগান্তকারী ভূমিকা রাখবে। ২০০৯ সালের শুরুতেই এটি বাজারজাতের আশা করছে কর্তৃপক্ষ।

-সুত্র: যুগান্তর - আইটি বিশ্ব - ২০-০৯-০৭

No comments: