বাজারে ক্যাননের নতুন প্রিন্টার

জাবেদ সুলতান পিয়াস

বাংলাদেশের বাজারে ক্যাননের নতুন বাবল জেট প্রিন্টার পিক্সমা আইপি১৮৮০। গত মঙ্গলবার ঢাকার এক রেস্তঁরায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এ প্রিন্টারটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় বাংলাদেশে ক্যানন প্রিন্টারের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি ও পরিচালক নজরুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ এইচ কাফি বলেন, ক্যানন সব সময়ই ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ রেখে পণ্য বাজারজাত করে থাকে। নতুন এ প্রিন্টারটিও ব্যবহারকারীর বহুবিধ চাহিদা মেটাবে। স্বল্পদামের এ প্রিন্টারটি দিয়ে যেকোনো কাজ করা যাবে। এটি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার জন্য খুব উপযোগী।

বাবল জেট এই প্রিন্টারটি দিয়ে ছবি ছাপার সুবিধা পাওয়া যাবে। এতে থাকছে ফটো মুদ্রণের ফাইন (ফুল ফটোলিথোগ্রাফি ইংকজেট নলেজ ইঞ্জিনিয়ারিং) ইংক প্রযুক্তি। ব্যবহারকারীদের সুবিধার জন্য এতে আরও থাকছে ক্যাননের নতুন ইজি লোডেড প্রিন্টিং পদ্ধতি ও সহজ ফটো প্রিন্টিং সফটওয়্যার। পিক্সমা আইপি১৮৮০ মডেলের এ প্রিন্টারটি দেখতেও বেশ আকর্ষণীয় এবং দ্রুতগতির। এটি দিয়ে ফটো পেপারে ভালো মানের ছবি ছাপা যাবে ৭০ সেকেন্ডের মধ্যে। আর সাধারণ কাগজে মিনিটে ২০ কপি একরঙা ও ১৬ কপি রঙিন কাগজ ছাপানো যাবে। এ প্রিন্টারটির দাম তিন হাজার ৯০০ টাকা।

সূত্র: প্রথমআলো – কম্পিউটার প্রতিদিন – ১৩.০৭.২০০৭

No comments: