এমএস ওয়ার্ডে পেজ নাম্বার দেয়া

১. ইনসার্ট মেন্যু থেকে পেজ নাম্বারস চয়েজ করুন

২. ডায়ালগ বক্স থেকে পেজ নাম্বারের জন্য পজিশন এবং এলাইনমেন্ট সিলেক্ট করুন। এবার ফরমেট বাটন আপনাকে দেবে বিভিন্ন নাম্বারের ফরমেট। এর সাথে পেজ নাম্বার ডকুমেন্টের বিভিন্ন সেকশনে কন্ট্রোল করা যাবে।

পেজ নাম্বার ডিলেট করা: ১. ভিউ মেন্যু থেকে হেডার এন্ড ফুটার চয়েজ করুন। ২. যে কোন হেডার বা ফুটার এ যান এবং পেইজ নাম্বার ডাবল ক্লিক করে সিলেক্ট করুন। পেজ নাম্বার যদি ইনসার্ট মেন্যু থেকে সিলেক্ট করে থাকেন তবে পেজ নাম্বারের সাথের ফ্রেম সিলেক্ট করে ডিলেট বাটন ক্লিক করুন।

-সূত্র: ইত্তেফাক – আইটি কর্নার -২০-০৯-০৭

No comments: