ইনস্টল করা ড্রাইভারগুলো দেখা

--মাহমুদ খান

কম্পিউটারে যে কোন ডিভাইস চালানোর জন্য এর ড্রাইভার অত্যাবশ্যকীয় একটি বিষয়। আপনি যদি সেসব ইনস্টল করা ড্রাইভারের তালিকা দেখতে চান তাহলে কমান্ড প্রম্পটে driverquery লিখে এন্টার দিন। আপনার কম্পিউটারে ইনস্টল করা সব ড্রাইভারের তালিকা দেখা যাবে। তবে এটা এত দ্রুত যে, দেখে বোঝা সম্ভব নয়। ইনস্টল করা ড্রাইভারের তালিকা আপনি এমএস এক্সেলের মাধ্যমে দেখতে পারেন। এজন্য টাইপ করুন Driverquery/v/focsv. ফাইলের নাম হবে drivers.csv.

ফাইলটি ওপেন করলে সব ড্রাইভারের বিস্তারিত তথ্য পাবেন।

সূত্র: যুগান্তর – আইটি বিশ্ব - ১৩.০৯.২০০৭


No comments: