দশটি বাংলাদেশী কোম্পানির সাথে এলইআইসি’র চুক্তি

লোকাল এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট সেন্টার (এলইআইসি) দশটি বাংলাদেশী তথ্যপ্রযুক্তি কোম্পানির সমন্বয়ে অক্টোবর, ২০০৭ এ নরওয়ে ও সুইডেনে একটি মিশন প্রেরণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এই ক্ষেত্রে এলইআইসিকে সহযোগিতা করছে। অংশগ্রহণকারী কোম্পানি দশটি হচ্ছে ঃ বাংলাদেশ ইন্টারনেট প্রেসে লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, বিজনেস অটোমেশন লিমিটেড, কম্পিউলিঙ্ক ইন্টারন্যাশনাল লিমিটেড, সিএসএল সফটওয়্যার রিসোর্সের কনসোর্টিয়াম লিমিটেড, ডাটাসফট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেড, ই-জেনারেশন বেসরকারী উন্নয়ন খাতের একটি প্রকল্প বা আইডিএলসি ফিন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনায় ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিআইডিএ) এর অর্থায়ানে পরিচালিত।

এই মিশনের মূল্য লক্ষ্য হলো স্কেন্ডিনোভিয়ার তথ্যপ্রযুক্তি কোম্পানির সাথে ব্যবসা, বিপনন ও প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবসায়ীক সম্পর্ক গড়ে তোলা। এতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত জ্ঞান, মূলধন ও বাজার সম্প্রসারণে আরো সক্ষম হয়ে উঠবে। এলইআইসি ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মর্মে সম্প্রতি একটি স্থানীয় হোটেলে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানাডিয়ান হাইকমিশনার বারবারা রিচার্ডসন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার জনাব আবু রেজা খান; আইডিএলসি ফিন্যান্স লিমিটেড-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আনিস এ. খান; বেসিস-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব জনাব রফিকুল ইসলাম; এলইআইসি-এর কেন্দ্র পরিচালক ইসরাত আরা ইউনুস এবং অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষর সম্পাদিত হবার পর মিশন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যাতে ভ্যানিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগের কোম্পনি, সফটওয়্যার পিপল-এর সিইও, রুনে বি. ওয়েস্টারম্যান ও রয়েল ভ্যানিশ এমবেসীর বি২বি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইব অ্যালবার্টসেন এই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। তথ্যপ্রযুক্তি কেক্ষত্রে এ ধরনের উদ্যোগ দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন। বিশেষ করে প্রযুক্তি জ্ঞানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আরো ডেভেলপ হলে মূলধন এবং বাজার সম্প্রসারণে আরো অনেকদূর এগিয়ে যেতে পারবে। কারণ এর মাধ্যমে স্কেন্ডিনোভিয়ার তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ বৃদ্ধি করা যাবে।

সূত্র: ইত্তেফাক – আইটি কর্নার – ১৬.০৯.০৭

No comments: